মৌলভীবাজারে গরুচোরসহ ৫ আসামী গ্রেপ্তার


রিপোর্ট,এম.মুসলিম চৌধুরী:
মৌলভীবাজারের রাজনগর থানা পুলিশের অভিযানে ৩টি গরু উদ্ধার ও গরুচোরসহ ৫ আসামি গ্রেপ্তার হয়েছে।
বুধবার (১৪ সেপ্টেম্বর) রাতে এসআই(নিঃ) মো: সওকত মাসুদ ভুইয়া গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জিআর-৯৬/০৬-(রাজ:) এর সাজাপ্রাপ্ত আসামি রিয়াজ মিয়া, পিতা-মৃত মোঃ দানিছ মিয়া, গ্রাম মশাজান রাজনগারকে গ্রেপ্তার করেন।
এছাড়াও গতকাল মঙ্গলবার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় এর সার্বিক দিক নির্দেশনায় পুলিশ পরির্শক (তদন্ত) রতন চন্দ্র দেবনাথ এর সার্বিক তত্ত্বাবধানে ও দিক নির্দেশনায় মৌলভীবাজার রাজনগর থানার মামলা নং-০৯, তারিখ-১২/০৯/২০২২খ্রিঃ এর তদন্তকারী কর্মকর্তা এসআই(নিঃ) মো: তোফায়েল আহম্মেদ ও সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া আসামী ১. টুনু মিয়া(৫৪), পিতা-মৃত নিজাম উদ্দিন , ঠিকানা: স্থায়ী: গ্রাম- নয়াটিলা, উপজেলা/থানা- রাজনগর, জেলা -মৌলভীবাজার, বাংলাদেশ ২. হাফিজ মিয়া প্রকাশ হাবিজ(৩৮), পিতা-মৃত বরজান মিয়া প্রকাশ তাহির মিয়া , ঠিকানা: স্থায়ী: গ্রাম- লালাপুর (পানিসাইল), উপজেলা/থানা- রাজনগর, জেলা -মৌলভীবাজার, ৩. মোঃ গেন্দু মিয়া(৫২), পিতা-মৃত সরফরাজ আলী , ঠিকানা: স্থায়ী: গ্রাম- নয়াটিলা (বর্তমানে বিলবাড়ী) , উপজেলা/থানা- রাজনগর, জেলা -মৌলভীবাজার, ৪. ছমির উদ্দিন প্রকাশ মটর(৫১), পিতা-মৃত ওয়ারিছ মিয়া , ঠিকানা: স্থায়ী: গ্রাম- লালারগাঁও (৪ নং ওয়ার্ড), উপজেলা/থানা- জালালাবাদ, জেলা –সিলেটদেরকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সৌপর্দ করেন এবং ০১নং আসামী টুনু মিয়ার দেওয়া তথ্য মতে ০৪নং আসামীর বাড়ী হইতে মামলার ঘটনায় চোরাইযাওয়া ২টি গরু ও ০১টি বাছুর উদ্ধার করা হয়।

শেয়ার করুন