শ্রীমঙ্গলে ২৫ কেজি গাঁজাসহ যুবক আটক


রিপোর্ট,এম.মুসলিম চৌধুরী:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ২৫ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় শ্রীমঙ্গল পৌর এলাকার আরামবাগ এলাকার উকিলবাড়ী রোডের মাদক কারবারি আব্দুছ ছামাদ এর বাড়িতে অভিযান চালিয়ে ২৫ কেজি গাজাঁসহ বাড়ির মালিক মাদক কারবারি আব্দুছ ছামাদ পাবেল কে আটক করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এর সদস্যরা। মেওলভীবাজার জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জাকির হোসেনের বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় মামলা দায়ের করেন। শ্রীমঙ্গল থানা সুত্রে জানা যায়, উদ্ধারকৃত ২৫ কেজি গাঁজার বাজার মূল্য আনুমানিক ৫ লক্ষ টাকা। আটকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর মৌলভীবাজার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন