রিপোর্ট,এম.মুসলিম চৌধুরী:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অবৈধভাবে উত্তোলিত একলক্ষ ঘনফুট বালু জব্দ করেছেন।
বুধবার মৌলভীবাজার জেলা প্রশাসনের নির্দেশে বিকেলে শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়ন ও মির্জাপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুকান্ত সাহা। ভ্রাম্যমান আদালতকে সহায়তা করে জেলা পরিবেশ অধিদপ্তর, জেলা পুলিশ ও আনসার ব্যাটালিয়ন টিম। অভিযানে একটি স্পট থেকে অবৈধভাবে উত্তোলকৃত প্রায় ১ লক্ষ ঘনফুট বালু জব্দ করা হয়। পরে জব্দ করা বালু তাৎক্ষণিকভাবে ভ্রামমাণ আদালতের উপস্থিতিতে নিলামের মাধ্যমে ৪৫ হাজার টাকা বিক্রি করা হয়। জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে মৌলভীবাজার জেলা প্রশাসনের কঠোর অবস্থান অব্যাহত থাকবে এবং নিয়মিত অভিযান পরিচালনা
করা হবে।
শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত ১লক্ষ ঘনফুট বালু জব্দ
শেয়ার করুন