শ্রীমঙ্গল বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত


জালালাবাদবার্তা ডটকম ডেস্ক:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা বিএনপির উদ্যোগে কন্দ্রীয় কমিটি ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে
কুলিল্লায় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকত উল্লাহ বুলু ও তার সহধর্মিণী, রাজধানীর বনানীতে বিএনপি কেন্দ্রীয় নেতা তাবিথ আউয়ালসহ সারা দেশের নেতাকর্মীদের উপর হামলা, মামলা ও গুমের তীব্র নিন্দা ও প্রতিবাদ সহযোগী সংগঠনের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি শহরের প্রেট্টোল পাম্প চত্তরে থেকে শুরু হয়ে শ্রীমঙ্গল রেলওয়ে ষ্টেশন প্রঙ্গনে এসে শেষ হয়। এরপর প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম সিদ্দিকীর সভাপতিত্বে ও প্রচার সম্পাদক তুহিন চৌধুরীর সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আরেফীন আলী, সহসভাপতি মো: শামীম আহমেদ, যুগ্ম সম্পাদক-১ মো: মকসুদ আলী, যুগ্ম সম্পাদক আজীর উদ্দিন, উপজেলা যুবদলের আহবায়ক মহিউদ্দিন ঝারু, পৌর যুবদলের সদস্য সচিব প্রণব বৈদ্য, যুগ্ম আহবায়ক আব্দুল কাদির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবাহক মো: বেলাল হোসেন, সদস্য সচিব শিমুল আহমেদ তৈয়ব, উপজেলা ছাত্রদলের আহবায়ক মো: জালাল উদ্দিন প্রমুখ।

 

শেয়ার করুন