প্রতিবেদন,এম.মুসলিম চৌধুরী:
মৌলভীবাজারের ২০১৫ সালের একটি মামলার আসামি হয়ে ৭বছর ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল রাজনগর উপজেলার নেয়াগাও গ্রামের জিআর মামলার পলাতক আসামি শিপন মিয়া। অবশেষে পুলিশের খাঁচায় বন্ধি হতে হলো তাকে।
রোববার (১৭ সেপ্টেম্বর) রাজনগর থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায়ের দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক রতন চন্দ্র দেবনাথ ও এসআ মো: সওকত মাসুদ ভূইয়া গোপন সংবাদের ভিত্তিততে অভিযান চালিয়ে আটক করেন। শিপন মিয়া রাজনগর উপজেলার নোয়াগাঁও গ্রামের আকলু মিয়ার ছেলে। সে রাজনগর থানার জিআর-১১৩,২০১৫ মামলার আসামি হয়ে ৭ বছর ধরে পলাতক ছিল। রাজনগর থানা অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায় জানান, ২০১৫ সালের একটি মামলার আসামি হয়ে শিপন মিয়া পালিয়ে বেড়াচ্ছিল। তাকে আটকের পর মৌলভীবাজার বিজ্ঞ আদালতে সোর্পদ করেন।
৭ বছর পালিয়ে থাকার পর পুরিশের খাঁচায় বন্ধী শিপন
শেয়ার করুন