প্রতিবেদন,এম.মুসলিম চৌধুরী:
মৌলভীবাজারে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট- ২০২২ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-এর ফাইনাল খেলা অনুষ্টিত হয়েছে।
বুধবার বিকেলে মৌলভীবাজার জেলা শিক্ষা অফিস এর আয়োজনে টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিজয়ী ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্টিত হয়।
প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট- ২০২২ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট- ২০২২ এর মৌলভীবাজার জেলা পর্যায়ে ফাইনাল খেলায় বিজয়ী ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, মৌলভীবাজার জেলা পরিষদ প্রশাসক মিছবাহুর রহমান, মৌলভীবাজার পৌরসভা মেয়র ফজলুর রহমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: কামাল হোসেন প্রমূখ।
মৌলভীবাজারে বঙ্গবন্ধু গোল্ডকাপ কাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্টিত
শেয়ার করুন