মৌলভীবাজারের কমলগঞ্জে এক রাতে ৩ প্রতিষ্টানে চুরি

প্রতিবেদন,এম.মুসলিম চৌধুরী:
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় এক রাতে মন্দির, বাসা ও ব্যবসা প্রতিষ্টানে চুরি সংঘঠিত হয়েছে।
বৃহস্পতিবার গভীর রাতে সংঘব্ধ চোরের দল দোকান, বাড়ি ও মন্দিও থেকে মূল্যবান মালামাল ও নগদ অর্থ লুটে নেয়। উপজেলার আদমপুর ইউনিয়নের তেতইগাঁও বাজারের বাসিন্দা বিধুমঙ্গল সিনহা জানান, সিঁদ কেটে তার ঘরে ঢুকে চোরের দল স্বর্ণালংকার, কাপড় চোপড়, নগদ টাকা সহ প্রায় দুই লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়। তার ঘর সংলগ্ন ইমা টেইলার্স নামে একটি প্রতিষ্টানের তালা ভেঙে কাপড় চোপড়, নগদ টাকা সহ আরও দেড় লক্ষাধিক টাকার মালামাল লুট করে। একই রাতে তেতইগাঁও গ্রামের মদন মোহন জিউর মন্দিরে রক্ষিত প্রতিমার সোনার চুড়ি, রূপার বাঁশি, নগদ টাকা সহ আরও লাখের অধিক টাকার মূল্যবান জিনিসপত্র লুটে নেয় চোরের দল। মন্দিরের পুরোহিত বাবু শর্ম্মা চোরির বিষয়টি নিশ্চিত করেন। এ ব্যাপারে আদমপুর ইউপি চেয়ারম্যান আবদাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এক রাতে এসব প্রতিষ্টানে চোরির বিষয়টি দুঃখজনক চোরির সাথে জড়িতদেও দ্রুত খোজেঁ বের করতে আইনশৃঙ্খলা প্রশাসেনর প্রতি আহবআন জানান তিনি। খবর পেয়ে কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক সহ পুলিশের একটি টিম চোরি হওয়া প্রতিষ্টান পরিদর্শন করে। এ ব্যাপারে ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক জানান, লিখিত অভিযোগ অপরাধীদের আটক করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

শেয়ার করুন