মৌলভীবাজারে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত


প্রতিবেদন,এম.মুসলিম চৌধুরী:
মৌলভীবাজার জেলা প্রশাসনের উদ্যোগে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় পৌর জনমিলন কেন্দ্রে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দ জোহরা আলাউদ্দিন, মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক মিছবাহুর রহমান সাধারণ, মৌলভীবাজার জেলা প্রলিশ সুপার মোহাম্মদ জাকারি, পৌরসভা মেয়র মো: ফজলুর রহমান, জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি আশু রঞ্জন দাস, জেলা জামে মসজিদের ইমাম হাফেজ মাও: শিহাব উদ্দিন।
এছাড়াও সামাজিক সম্প্রীতি সমাবেশে জনপ্রতিনিধি গন্যমান্য ব্যাক্তিবর্গসহ সর্বস্থরের মানুষ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন