প্রতিবেদন,এম.মুসলিম চৌধুরী:
মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৪টি প্রতিষ্টানকে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) মৌলভীবাজার জলো র্কাযালয়রে সহকারী পরচিালক মো: আল-আমনি এর নতেৃত্বে র্যাব-৯ র্ফোসরে সহযোগতিায় জেলার রাজনগর উপজলোর আব্দুল্লাহপুর রোড, খয়োঘাট বাজার, মোকামবাজারসহ বভিন্নি জায়গায় নত্যি প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর প্রতষ্ঠিান, হোটলে-রষ্টেুরন্টে, র্ফামসেীসহ অন্যান্য দোকানে মনটিরংি ও সচতেনতামূলক র্কাযক্রম পরচিালনা করা হয়। তদারকি অভযিানে অস্বাস্থ্যকর পরবিেেশ খাদ্য পণ্য তিৈর ও সংরক্ষণ করা, রাস্তার পাশে খোলা অবস্থায় খাদ্য পণ্য রাখা, পোড়া তলে ব্যবহার করে খাদ্য পণ্য তিৈর করা, ময়োদ উর্ত্তীণ ঔষধ বক্রিয় করার তাকে সংরক্ষণ করা, ফজিশিয়িান সম্পেল বক্রিয় করা, ওজনে কম দওেয়াসহ বভিন্নি অনয়িমরে দায়ে আব্দুল্লাহপুর রোডে অবস্থতি সজবি রষ্টেুরন্টেকে ৪ হাজার টাকা, খয়োঘাট বাজারে অবস্থতি স্বাগত মষ্িিট ঘরকে ৩০ হাজার টাকা, যাদব মডেকিলে হলকে ২ হাজার ৫ শত টাকা, মোকামবাজারে অবস্থতি আকলি উদ্দনিরে মাছরে দোকানকে ৫ শত টাকা জরমিানা আরোপ ও তা আদায় করা হয়। আজকরে অভযিানে মোট ৪ টি প্রতষ্ঠিানকে র্সবমোট ৩৭ হাজার টাকা জরমিানা ও তা আদায় করা হয়।
মৌলভীবাজারে ভোক্তার অভিযানে ৪ প্রতিষ্টানকে জরিমানা
শেয়ার করুন