শ্রীমঙ্গলে শারদীয় দুর্গাপুজা উপলক্ষে আইনশৃঙ্খলা সভা অনষ্টিত


প্রতিবেদন,এম.মুসলিম চৌধুরী:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শারদীয় দুর্গাপুজা ২০২২ উদযাপন উলক্ষে পুজায় শান্তি-শৃঙ্খলা নিশ্চিতের লক্ষে আইনশৃঙ্খলা বিশেষ সভা অনুষ্টিত হয়েছে।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) শ্রীমঙ্গলে উপজেলা প্রশাসনের উদ্যোগে আসন্ন শারদীয় দূর্গা পূজা ২০২২ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষে বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। শহরের ভানগিাছ রোডস্থ জেলা পরিষদ অডিটোরিয়ামে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ ও সদ্য পদোন্নতি প্রাপ্ত সহকারী পুলিশ সুপার মো. শামীম অর রশিদ তালুকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজী লিটন আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জগদজ্যোতি ধর শুভ্র, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ডা. হরিপদ রায়। এছাড়াও উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, পুজা উদযাপন পরিষদ এর নেতৃবৃন্দরা সভায় উপস্থিত ছিলেন।

শেয়ার করুন