প্রতিবেদন,এম.মুসলিম চৌধুরী:
মৌলভীবাজারে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা ও সড়ক ব্যবস্থাপনা পরিদর্শন করেছে জেলা পুলিশ।
সোমবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৪ ঘটিকায় মোহাম্মদ জাকারিয়া’র নেতৃত্বে জেলার কয়েকটি মন্ডপ পরিদর্শন করেছে জেলা পুলিশ। জেলার সদর উপজেলার কিছু দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেন। দুর্গাপূজা মন্ডপে যেন কোন প্রকার সমস্যা না হয় সে জন্য মন্ডপের কমিটির সাথে কথা বলেন পুলিশ সুপার। মৌলভীবাজার সদরে কয়েকটি বড় পূজা মন্ডপ পর্যবেক্ষণ করার সময় পুলিশ সুপার মহোদয় এর সাথে অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার (এডমিন এন্ড ফাইনান্স), মো: ফজলুর রহমান, মেয়র , মৌলভীবাজার পৌরসভা মেয়র মো: ফজলুর রহমান প্রমূখ। এছড়াও সদর ফাঁড়ি, সদর থানা এবং ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর উপস্থিত ছিলেন।
মৌলভীবাজারে দুর্গাপুজায় নিরাপত্তা নিশ্চিতে সড়ক ব্যবস্থানা পরিদর্শন
শেয়ার করুন