প্রতিবেদন, মিজানুর রহমান আলম:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কুকুরের কবল থেকে একটি লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে।
রোববার রাত ১১টার দিকে শ্রীমঙ্গল উপজেলার কালিঘাট ইউনিয়নের লাখাইছড়া ফিনলে হাউজের পাশে একটি লজ্জাবতী বানরকে কয়েকটি কুকুর আক্রমণ করে। এ দৃশ্য দেখে কালিঘাট ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো: আব্দুস সাত্তার বানরটিকে কুকুরের কবল থেকে রক্ষা করতে এগিয়ে যান। পরে তিনি কুকুরের কবল থেকে লজ্জাবতী বানরটি উদ্ধার করে তার বাড়িতে নিয়ে যান। সোমবার বিকেলে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রণী সেবা ফাউন্ডেশনে খবর দেন। খবর পেয়ে বন্যপ্রানী সেবা ফাউন্ডেশন ও বন বিভাগের সদস্যরা লজ্জাবতী বানরটিকে উদ্ধার করে নিয়ে আসেন। বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, খাবারের সন্ধানে বন বানরটি লোকালয়ে চলে এসে কুকুরের কবলে পড়ে। কুকুরের কবল থেকে রক্ষা না করলে হয়তো বানটির মৃত্যু হতো। উদ্ধার করা লজ্জাবতী বানরটি লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে।