প্রতিবেদন,এম.মুসলিম চৌধুরী:
মৌলভীবাজারের রাজনগর থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ শ্রীমঙ্গলের এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হয়েছে।
রোবাবার রাজনগর থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় এর সার্বিক দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) রতন চন্দ্র দেবনাথ এর নেতৃত্বে এসআই মো: নুর উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ রাজনগর থানার ৮নং মনসুরনগর ইউনিয়নের পঞ্চেশ্বর এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী রুবেল মিয়াকে গ্রেপ্তার করেন। এসময় আটকৃতের কাছ থেকে ৫০০পিছ ইয়াবা উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তারকৃত মাদক কারবারি শ্রীমঙ্গল পৌর এলাকার নতুনবাজার এলাকার জমসেদ মিয়ার ছেলে। রাজনগর থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায় জানান, আটক মাদক কারবারি রুবেল মিয়া দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছে। তার বিরুদ্ধে রাজনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামরা দায়েরের পর আজ সোমবার মৌলভীবাজার বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
শ্রীমঙ্গলের মাদক কারবারি ইয়াবাসহ রাজনগরে গ্রেপ্তার
শেয়ার করুন