প্রতিবেদন,এম.মুসলিম চৌধুরী:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আদালতের নির্দেশে জব্দকৃত গাঁজা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকেলে শ্রীমঙ্গল থানা প্রাঙ্গণে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের নির্দেশে শ্রীমঙ্গল থানা পুলিশের জব্দ করা সাড়ে ২৪ কেজি গাঁজা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (এসিল্যান্ড) সন্ধীপ তালুকদার, শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হুমায়ূন কবির উপস্থিত ছিলেন। সহকারী কমিশনার (এসিল্যান্ড) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সন্ধীপ তালুকদার জানান, জেলা বিজ্ঞ আদালতের আদেশ মোতাবেক শ্রীমঙ্গল থানার মামলা নং-২২(০৯)২০২২ এর জব্দকৃত আলামত সাড়ে ২৪ কেজি গাঁজা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
শ্রীমঙ্গলে আদালতের নির্দেশে জব্দকৃত গাঁজা ধ্বংস
শেয়ার করুন