শ্রীমঙ্গল থানার ওসি শামীম অর রশিদ তালুকদারকে বিদায়ী সংবর্ধনা


প্রতিবেদন,এম.মুসলিম চৌধুরী:
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ ওসি শামীম অর রশীদ তালুকদারকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। সম্প্রতি সময়ে ওসি শামীম অর রশীদ তালুকদার সহকারী পুলিশ সুপার হিসেবে পদোন্নতি লাভ করলে তাকে বিদায়ী সংবর্ধনা দেয় শ্রীমঙ্গল অফিসার্স ক্লাব।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) শ্রীমঙ্গল অফিসার্স ক্লাব এর আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়। উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন এর সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, সহকারী কমিশনার (ভূমি) সন্দ্বীপ তালুকদার, উপজেলা স্বাস্থ্যবমপ্লেক্্েরর পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী, পুলিশ পরিদর্শক (তদন্ত) হুমায়ূন কবির, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কর প্রমূখ। এছাড়াও অনুষ্টানে সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অনুষ্টানে উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্টিানে পদোন্নতি প্রাপ্ত সহকারী পুলিশ সুপার ও বিদায়ী ওসি শামীম অর রশীদ তালুকদারকে অফিসার্স ক্লাবের পক্ষ থেকে ফুলের সংবর্ধনা দেওয়া হয়। বিদায়ী ওসি শামীম অর রশীদ তালুকদার তার চাকুরী জীবনের আগামী দিনগুলো যেনো সফলতার সাথে কাটাতে পারেন সেজন্য তিনি শ্রীমঙ্গলবাসীর কাছে দোয়া ও আশির্বাদ চান। শ্রীমঙ্গল থানায় যুক্ত হওয়ার পর সকলের সহযোগিতায় আইনশূঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে পারায় তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শেয়ার করুন