প্রতিবেদন,এম.মুসলিম চৌধুরী:
মৌলভীবাজার জেলার শ্রেষ্ট অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আব্দুছ ছালেক দুলাল।
রোববার (৯ অক্টোবর) বিকেলে মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক অপরাধ সভায় পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক অভিন্ন মানদন্ডের ভিত্তিতে মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হন মো: আব্দুছ ছালেক দুলাল। ভিন্ন মানদন্ডের আলোকে অবৈধ মাদকদ্রব্য উদ্ধার, ওয়ারেন্ট তামিল, ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রশস্ত্রসহ ডাকাতদল গ্রেফতার, চোরাই গরুসহ পিকআপ গাড়ী উদ্ধার, শারদীয় দূর্গা পূজায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, চিহ্নিত অপরাধীদের গ্রেফতার পূর্বক চুরি-ডাকাতি রোধ ও থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রন রাখার জন্য সেপ্টেম্বর ২০২২ খ্রিঃ মাসে মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসি মো: আব্দুছ ছালেক জেলার শ্রেষ্ট নির্বাচিত হন। এছাড়াও এসআই মো: আনোয়ার মিয়া ও শ্রেষ্ঠ এএসআই মো: নাজমুল হোসেন জেলার শ্রেষ্ট নির্বাচিত হন। সেরা নির্বাচিতদের হাতে পুরষ্কার হিসেবে ক্রেস্ট ও ধন্যবাদপত্র প্রধান করেন মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া। মাসিক অপরাধ সভায় জেলা পুলিশ ও বিভিন্ন থানায় কর্মরত পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আব্দুছ ছালেক দুলাল জেলার শ্রেষ্ট অফিসার ইনচার্জ নির্বাচিত
শেয়ার করুন