দুর্যোগের সময় মানুষের সেবা করায় আনসার বাহিনীর দলনেতা সুমন প্রশংসিত


প্রতিবেদন,এম.মুসলিম চৌধুরী:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রাকৃতিক দুর্যোগের সময় মানুষের সেবায় নিয়জিত থাকায় আনসারবাহিনীর দলনেতা সুমনকে প্রশংসাপত্র প্রদান করা হয়েছে।
বুধবার (১২ অক্টোবর) উপজেলা পরিষদ চেয়ারম্যান এর কার্যালয়ে প্রাকৃতিক দুর্যোগ বন্যার সময় সিলেট,সুনামগঞ্জ ও মৌলভীবাজারের বিভিন্ন স্থানে আনসার বাহিনীর দলনেতা আহসান উল্লাহ সুমন মানুষের সেবায় নিয়জিত থেকে তাঁর ব্যক্তিগত উদ্যোগে ও অর্থায়নে বন্যাক্রান্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী ও ঔষধ সামগ্রী বিতরণ করেন। গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দলনেতা আহছান উল্লাহ সুমন গত ১৯ জুন ২০২২ থেকে প্রাকৃতিক দুর্যোগ ও বন্যা দুর্গত এলাকায় মানুষের কল্যনে নিয়জিত থেকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অত্যান্ত সুনাম বয়ে এনেছে। তাঁর এই মহতি কাজের জন্য শ্রীমঙ্গল উপজেলা পরিষদের পক্ষ থেকে তাঁর উজ্জল ভবিষ্যৎ কামনা করে উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায় তাকে প্রশংসাপত্র প্রদান করেন। এহছান উল্লাহ সুমন বলেন, প্রকৃতিক দুর্যোগে ও বিভিন্ন সময়ে মানুষের দুঃসময়ে আমরা আনসার বাহিনী কাজ করছি। পাশাপাশি আমি আমার ব্যক্তিগত ভাবে নিজেস্ব অর্থায়নে মানুষকে সহযোগিতা করেছি। আগামীতেও করব। আজ চেয়ারম্যান কতৃক প্রশংশিত হয়ে আমি আনন্দিত এবং আরো উৎসাহ পেলাম। আগামী যেকোনো ধরণের দুর্যোগে আমি মানুষের পাশে দাঁড়াবো।

শেয়ার করুন