মৌলভীবাজারে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত


প্রতিবেদন,এম.মুসলিম চৌধুরী:
মৌলভবিাজারে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২২। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকালে ”দুযোর্গে আগাম সতর্কবার্তা”সবার জন্য কার্যব্যবস্থা” এই প্রতিপাদ্য নিয়ে দুর্যোগ সময়ে প্রতিরোধমূলক বিভিন্ন মহড়া, র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। দিবসটি উপলক্ষে মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয় থেকে র‌্যালী বের করা হয়। জেলা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এর উদ্যোগে দুর্যোগ সময়ে প্রতিরক্ষামূলক বিভিন্ন ডিসপ্লে প্রদর্শন করা হয়। জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিনের পরিচালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানিয়া সুলতানা। এসময় বক্তব্যে রাখেন ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ইউনিটের মো: মহসিন, অতিরিক্ত পুলিশ সুপার নাসের মোহাম্মদ রিকাবদার প্রমূখ। এছাড়াও জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স,এনজিও সহ বিভিন্ন সংগঠনের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এদিকে আর্ন্তাজাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২২ এ উপলক্ষে শ্রীমঙ্গলে র‌্যালী মহড়া ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। সকালে উপজেলা পরিষদ থেকে র‌্যালী বের করা হয়। পরে উপজেলা পরিষদ মাঠে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স কতৃক আয়োজিত দুর্যোগের সময় আত্বরক্ষামূলক মহড়া শেষ আলোচনা সভা অনুষ্টিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়। এসময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান হাজী লিটন আহমেদ, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো: জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী, কৃষি অফিসার নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটি, মহিলা বিষয়ক কর্মকর্তা সাহেদা সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন