মৌলভীবাজারে ডিবির অভিযানে ইয়াবাসহ আটক ৩


প্রতিবেদন,এম.মুসলিম চৌধুরী:
মৌলভীবাজারে জেলা গোয়েন্দা শাখার অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক হয়েছে।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলামের সার্বিক দিক নির্দেশনায় এসআই আজিজুর রহমান নাইমের নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার একটি টিম কুলাউড়া উপজেলার নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের পূর্ব পাশে স্কুল চৌমুনাস্থ বিসমিল্লাহ পার্টস সেন্টারের সামনে অভিযান চালিয়ে একটি সিএনজি অটোরিকশাসহ তিন মাদক কারবারিকে আটক করে। এসময় সিএনজির ভিতর থেকে ৫২০ পিছ ইয়াবা উদ্ধার করেন গেয়েন্দা সদস্যরা। আটককৃতরা হলেন, মো: বদরুল আহমদ (২৯), মো: রিয়াজ ইসলাম (২৫) ও পারভেজ আহমেদ (৩৪),।
ডিবি অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম জানান, একটি সিএনজি করে ইয়াবার একটি চালান আসছে বলে তারা সংবাদ পান। সিএনজিতে থাকা যাত্রীদের তল্লাশী করে কিছু না পাওয়া যাওয়ায় তারা সিএনজি ভেতরে তল্লাশী করেন। পরে সিএনজির স্টিয়ারিং এর ডান পাশের টুল বক্স খুলে দুটি পলিথিনে মোড়ানো অবস্থায় ২৬০ পিস করে মোট ৫২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ইয়াবা পরিবহনে ব্যবহৃত সিএনজি অটোরিকশাটিও জব্দ করা হয়েছে। আটককৃতদের বিরেিদ্ধ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কুলাউড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া জানান, মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।

 

শেয়ার করুন