প্রতিবেদন,আকাশ আহমেদ:
মৌলভীবাজারের কমলগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নিরাপদ সড়ক চাই উপজেলা শাখার মাস ব্যাপি কর্মসূচির অংশ হিসেবে শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।
শনিবার (১৫ অক্টোবর) দুপুর ১২টায় কমলগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে কমলগঞ্জ উপজেলা সম্মিলিত শিক্ষক পরিষদের নেতৃবৃন্দের সাথে জাতীয় নিরাপদ দিবস উদযাপন বিষয় ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধ মূলক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এু বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সম্মিলিত শিক্ষক পরিষদের আহবায়ক আহমদ সিরাজ। নিসচা কমলগঞ্জ উপজেলা শাখার আহবায়ক মো: আব্দুস সালামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত শিক্ষক পরিষদের সদস্য সচিব প্রভাষক সেলিম আহমদ চৌধুরী, নিসচা কমলগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা কমলগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি শাব্বির এলাহী , কমলগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, শিক্ষক সাজ্জাদুল হক স্বপন, আলতাফ মাহমুদ বাবুল, সাংবাদিক আহমেদুজ্জামান আলম প্রমুখ।
কমলগঞ্জের শিক্ষকদের সাথে নিরাপদ সড়ক চাই এর মতবিনিময়
শেয়ার করুন