প্রতিবেদন,এম.মুসলিম চৌধুরী:
বাংলাদেশী হিসেবে পূর্ণ বৃত্তি পেয়ে জার্মানিতে যাচ্ছেন মৌলভীবাজারের পল্লী কণ্ঠের অনুষ্ঠান প্রযোজক মোঃ কামরুজ্জামান মিঠু।এ উপলক্ষে শনিবার (১৫ অক্টোবর) সন্ধায় রেডিও পল্লীকণ্ঠের সভা কক্ষে তাকে সংবর্ধনার প্রদান করা হয়।
এতে উপস্থিত ছিলেন রেডিও পল্লী কণ্ঠের সিনিয়র ষ্টেশন ম্যানেজার মোঃ মেহেদি হাসান, কারিগরী প্রযোজক হিমাদ্রী রায় শুভ্র, মার্কেটিং অফিসার দুলাল রায়, অ্যাকাউন্টস অফিসার রুমানা আক্তারসহ রেডিও পল্লী কণ্ঠের প্রযোজকবৃন্দ। এসময় ফুল দিয়ে মোঃ কামরুজ্জামান মিঠু’কে বরণ করা হয়। মোঃ কামরুজ্জামান মিঠু ২বছরের প্রোগ্রামটিতে পূর্ণ বৃত্তি পেয়ে জার্মানিতে যাচ্ছেন তিনি।
বনবিশ্ববিদ্যালয়, বনরাইন-সিগবিশ্ববিদ্যালয় এবং ডয়চে ভেলে যৌথ ভাবে একটি নতুন স্নাতকোত্তর পাঠক্রম শুরু করেছে। দোভাষী এই স্নাতকোত্তর পাঠক্রমের বিষয়: আন্তর্জাতিক মিডিয়া গবেষণা। মার্স্টাস প্রোগ্রামটি প্রাথমিক ভাবে উন্নয়নশীল এবং উদীয়মান দেশগুলোর আন্তজার্তিক ছাত্রদের লক্ষ্য করে এবং অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়নের জন্য ফেডারেল মন্ত্রণালয় দ্বারা অর্থায়ন করা হয়।