আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক থেকে কৃষি ও পল্লী ঋণে স্বাবলম্বী সুমন


প্রতিবেদন,এম.মুসলিম চৌধুরী:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের কৃষি ও পল্লী ঋণ নিয়ে খামার ব্যবসা করে সাবলম্বী হয়েছেন ভিডিপির পৌরসভা দলনেতা আহসান উল্লাহ সুমন।

বুধবার ( ২০ অক্টোবর) আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক শ্রীমঙ্গল শাখার ব্যবস্থাপক অসীম বনিকের হাত থেকে কৃষি ও পল্লী ঋন (১০০০) কোটি টাকার খাত থেকে তিন লক্ষ টাকার চেক গ্রহণ করেন আনসার ভিডিপির দলনেতা আহসান উল্লাহ সুমন।
উদ্যোক্তা সুমন এর আগে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক থেকে লোন নিয়ে তার গ্রাম রাধানগরে গড়ে তোলেন একটি গরুর খামার। খামারের ব্যবসা করে সুমন এখন সফল উদ্যোক্তা ও স্বাবলম্বী । আহসান উল্লাহ সুমন জানান, আমি প্রথমে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক থেকে ঋণ নিয়ে গরুর খামার গড়ে তোলি আনসার ভিডিপি ব্যংকের ঋণে ব্যবসা করে আমি লাভবান হয়েছি। আজ তৃতীয় বারের মতো ঋণ নিলাম। এ টাকায় গরু কিনে আমার খামারের পরিধি আরো বৃদ্ধি করবো। আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক শ্রীমঙ্গল শাখার ব্যবস্থাপক অসীম বনিক জানান, আহসান উল্লাহ আমাদের ব্যাংকের নিয়মিত গ্রাহক। সে এ শাখা থেকে লোন নিয়ে খামার ব্যবসা শুরু করেছিলো। আজ সে সফল একজন উদ্যোক্তা হয়েছে, এটা আমাদের গর্ভের বিষয়। সুমন লোন নিয়ে সঠিক সময়ে পরিশোধ করেছে তাই আজ তৃতীয়বারের মতো তাকে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের ১০০০ কোটি টাকার কৃষি ও পল্লী খাত থেকে তিন লক্ষ দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক তরুণ উদ্যোক্তাদের উন্নয়নে কাজ করছে। আহসান উল্লাহ সুমনের মতো উদ্যোক্তাদের উন্নয়নে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক কাজ করছে। উদ্যোক্তা সুমনের সফলতা কামনা করেন ব্যবস্থাপক অসীম বনিক।

 

শেয়ার করুন