প্রতিবেদন,এম.মুসলিম চৌধুরী:
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা যুবলীগের সভাপতি মো: শহিদুর রহমান শহীদ ও সাধারণ সম্পাদক মো: নুরুল আমিনকে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব প্রাপ্ত হয়েছেন।
শুক্রবার (২১ অক্টোবর) সন্ধ্যায় শ্রীমঙ্গল একটি রেস্টুরেন্টের হল রুমে শ্রীমঙ্গল উপজেলা যুবলীগ কতৃক আয়োজিত এক সভায় বিগত কমিটির মেয়াদ উত্তীর্ণ ও সভাপতি-সম্পাদক পদোন্নতি পেয়ে উপজেলা আওয়ামী লীগে যুক্ত হওয়ায় উপজেলা যুবলীগের সভাতি মো: শহিদুর রহমান শহীদ ও সাধারণ সম্পাদক মো: নুরুল আমিনকে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব হস্তান্তর করা হয়। এসময় বিগত কমিটির সভাপতি মো: বেলায়েত হোসেন ও সম্পাদক মো: ছালিক আহমদ ভারপ্রাপ্ত সভাপতি ও সম্পাদক কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। সভায় সভাপতিত্ব মো: বেলায়েত হোসেন এর সভাপতিত্বে ও মো: ছালিক আহমদ এর সঞ্চালনায় সভায় শ্রীমঙ্গল উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভার যুবলীগের সভাপতি সম্পাদকসহ যুবলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। মৌলভীবাজার জেলা যুবলীগের সাবেক সদস্য মো; মামুন আহম্মেদ জানান, বাংলাদেশ আওয়ামী যুবলীগের গঠনতন্ত্রের ২৫/ঙ ধারায় একই ব্যক্তি দুইটি সংগঠনের কমিটিতে থাকার নিয়ম না থাকা ও সভাপতি বেলায়েত হোসেন ও সাধারণ সম্পাদক ছালিক আহমেদ আওয়ামীলীগ শ্রীমঙ্গল উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক পদে পদোন্নতি হওয়ায় ভারপ্রাপ্ত সভাপতি সম্পাদককে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি আরো জানান, আগামী নভেম্বর মাসের ১১,তারিখ যুবলীগের ৫০ বছর পূর্তিতে আড়ম্বরপূর্ণভাবে উদযাপনের লক্ষে সভায় আলোচনা করেন নেতৃবৃন্দরা।
শ্রীমঙ্গল উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শহীদ,সম্পাদক নুরুল
শেয়ার করুন