জুড়ী থানার পৃথক অভিযানে ইয়াবাসহ মাদক কারবারিসহ গেপ্তার ৫


প্রতিবেদন,এম.মুসলিম চৌধুরী:
মৌলভীবাজারের জুড়ী থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে। ওপর এক অভিযানে ওয়ারেন্টভূক্ত পলাতক ৪ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৩ অক্টোবর) রাতে মৌলভীবাজার জেলার জুড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেনের নির্দেশে এসআই অনিক রঞ্জন ও এএসআই মহিউদ্দিন উপজেলাল জঙ্গিরাই এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ মাদক কামাল হোসেন নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেন। এসময় আটকৃতের কাছ থেকে ২৫০পিছ ইয়াবা উদ্ধার করে পুলিশ। জুড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, মাদক কারবারি কামাল হোসেন দীর্ঘদিন যাবৎ জুড়ী থানার বিভিন্ন স্থানে মাদক ব্যবসা করে আসছে। তার নামে জুড়ী থানায় একাধিক মাদক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত মাদক কারবারি কামাল হোসেনের বিরুদ্ধে কুলাউড়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জুড়ী থানা পুলিশের ওপর এক অভিযানে শনিবার রাতে উপজেলার বিভিন্ন স্থান থেকে ওয়ারেন্টভূক্ত ৪ পলাতক আসামি গ্রেপ্তার হয়েছে।

শেয়ার করুন