প্রতিবেদন,এম.মুসলিম চৌধুরী:
মৌলভীবাজারের কুলাউড়ায় ৫ লাখ টাকার অবৈধ জাল জব্দ ও আগুনে পুড়িয়ে বিনষ্ট করেছে ভ্রাম্যমাণ আদালত। তবে অভিযান বিষয়টি আগে থেকে টের পেয়ে জেলেরা জাল ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
শনিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় জব্দকৃত জালগুলো উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসানের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান জানান, দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত হাকালুকি হাওড়স্থ হাওয়া বর্ণি সিংরাজুড়ী ও ফুটবিল গ্রæপ ফিশারি জলমহাল, চকিয়া বিল জলমহাল এবং মৈষা মারা বিল জলমহালের নিকটবর্তী ফানাই নদীর বিভিন্ন পয়েন্টে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নদীতে স্থাপিত অবৈধ ৫টি স্থায়ী প্রতিবন্ধকতা অপসারণ করা হয়। এ সময় প্রতিবন্ধকতা তৈরিতে ব্যবহৃত ১৫ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়। এবং পরে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। যার বাজার মূল্য প্রায় ৫ লাখ টাকা বলে জানান। তিনি আরো জানান, কুলাউড়া থানা পুলিশের সহযোগীতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে তাকে সহযোগিতা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আবু মাসুদ।