ঘুর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে মৌলভীবাজারে ফসলের ক্ষতির আশঙ্কা

প্রতিবেদন,এম.মুসলিম চৌধুরী:
ঘুর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সারা দেশে বৃষ্টি ঝড়ছে।
মৌলভীবাজার জেলায় গতকাল রাত ১২টা থেকে একাধারে ঝরছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। রাত থেকে টানা বৃষ্টির প্রভাবে জনজীবনে দেখা দিয়েছে স্থবিরতা। সকাল থেকে শহরের বিভিন্ন সড়ক ছিলো অনেকটা ফঁকা। প্রয়োজন ছাড়া কেউ বাড়ি ধেকে বের হননি। বৃষ্টির প্রভাবে চরম দূর্ভোগে পড়েছে খেটে খাওয়া মানুষ। শহরে রিকসা, ভ্যান, টমটম চালকরাও বৃষ্টির কারণে তেমন একটা বের হয়নি। যে কয়েজন পেটের দায়ে বের হয়েছে তারাও পাচ্ছেনা যাত্রী। বৃষ্টিতে মানুষ তেমন একটা না বের হওয়ায় মৌলভীবাজারের বিভিন্ন উপজেলায় চলাচলকারী যাত্রীবাহী বাস ও সিএনজি চালকরা ভুগছেন যাত্রী শূন্যতায়। পানি উন্নয়ন বোর্ডের হাইড্রোলজি বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী সত্যেন্দ্র চন্দ্র বৈদ্য বলেন, সিলেট বিভাগে ভোর থেকে গড়ে ১০ মিলিলিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ চাঁদু মিয়া বলেন, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বৃষ্টিপাত শুরু হলেও মৌলভীবাজারে তেমন ক্ষয়ক্ষতির সম্ভাবনা নেই। মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শামসুদ্দিন আহমেদ বলেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে আমন ফসলের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। বিশেষ করে অতিরিক্ত বাতাস হলে ধান নুয়ে পড়ে ফলন ঘাটতি দেখা দিতে পারে।

শেয়ার করুন