শ্রীমঙ্গলে ১৯ ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন \ ছিল না গ্রামীণ ফোনের নেটওর্য়াক

প্রতিবেদন,এম.মুসলিম চৌধুরী:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দীর্ঘ ১৯ ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিলো। তাও ১৯ ঘন্টা পর শুধু শহরে বিদ্যুৎ দেয়া হয়েছে, শহরতলী বা গ্রাম এলাকায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল। ঘূর্ণিঝড় সিত্রাং এর সময় অল্প ঝড় হাওয়ায় ২৪ অক্টোবর সোমবার রাত ১১টায় ৪৫ মিনিটে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে টানা ১৯ ঘন্টা পর ২৫ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টায় শুধু শ্রীমঙ্গল শহরে বিদ্যুৎ দেয়া হয়। এ দিকে সকাল ৯টা থেকে সন্ধ্যা পর্যন্ত ছিলো না গ্রামীন ফোনের নেটওয়ার্কও। এতে শ্রীমঙ্গল উপজেলাবাসী চরম দূর্ভোগের শিকার হন।
পাওয়ার গ্রিড কোম্পানী অব বাংলাদেশ লিমিটেড এর শ্রীমঙ্গল ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের সহকারী প্রকৌশলী ফয়সাল পারভেজ শিশির জানান, এটি পাওয়ার গ্রিডের কোন সমস্যা নয় পল্লিবিদ্যুতের ৩৩ কেভি ফিডারে সমস্যা হয়েছে। এ ব্যাপারে মৌলভীবাজার পল্লিবিদ্যুৎ সমিতির মহা- ব্যবস্থাপক প্রকৌশলী সাখাওয়াত হোসেন জানান, গ্রিডের ভিতরে একটা ফেইজ আউট ছিল। এটা খোঁজে পেতে বিলম্ব হয়েছে। তবে শ্রীমঙ্গলস্থ পাওয়ার গ্রিড এর উপ-সহকারী প্রকৌশলী কল্যাণ কান্তি দে জানান, পাওয়ার গ্রিডের ভিতরে/সীমানায় অবস্থিত পল্লী বিদ্যুতের ৩৩ কেভি ফিডারের কারেন্ট ট্রান্সফরমান (সিটি) পুড়ে যাওয়াতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এটা গ্রিডের নিয়ন্ত্রিনাধীন নয়। এ ব্যপারে গ্রামীণ ফোন কাস্টমার কেয়ারের কর্মকর্তা সিফাত আহমদ জানান, ঘুর্ণিঝড় ও বিদ্যুতের কারনে মোবাইল নেটওয়ার্কের সমস্যা হয়েছে।

শেয়ার করুন