বড়লেখায় দুই মাসের শিশুপুত্র হত্যার অভিযোগে পিতা আটক


প্রতিবেদন,এম.মুসলিম চৌধুরী:
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় স্ত্রীকে পেটাতে গিয়ে ২ মাস ১০ দিন বয়সী শিশু সন্তানকে হত্যা করেছে শিশুটির পিতা আব্দুল মতিন। শিশু হত্যার অভিযোগে বড়লেখা থানা পুলিশ আব্দুল মতিনকে গ্রেপ্তার করেছে।
রোববার (২৪ অক্টোবর) বিকেল ৩টায় বড়লেখা থানা পুলিশ বড়লেখা উপজেলার পূর্ব দোহালিয়া গ্রাম থেকে শিশু হত্যার অভিযোগে আব্দুল মতিনকে গ্রেপ্তার করে। বড়লেখা থানা সুত্রে জানা যায়, গতকাল রোববার বিকেলে আব্দুল মতিন ও তার স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের জেল ধরে ঝগড়া বাধে। এসময় আব্দুল মতিন তার স্ত্রী লাবনী আক্তারকে আঘাত করতে গিয়ে লাবনীর কোলে থাকা তাদের দুই মাস ১০দিন বয়সী শিশুটির উপর আঘাত করে। এঘটনার পর লাবনীর স্বজনরা আঘাত প্রাপ্ত শিশু সন্তানসহ লাবনীকে তাদের বাবার বাড়িতে নিয়ে যায়। পরে আজ সোমবার শিশুটির স্বারীরিক অবস্থা খারাপ হতে থাকে। শিশুটির মা দ্রæত শিশুটিকে বড়লেখা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্্ের নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করেন। খবর পেয়ে পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে প্রেরণ করেছে। বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ফরিদ উদ্দিন জানান, আটককৃত আব্দুল মতিন (৩২) ঘরে স্ত্রী রেখে একাধিক বিয়ে করে। এর জের ধরে তার স্ত্রী লাবনী আক্তার ও তার স্বামী আব্দুল মতিনের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। শিশুপুত্র হত্যার অভিযোগে আব্দুল মন্নানকে আটক করা হয়েছে। নিহত শিশুর লাশ উদ্ধার করে ময়না তদেন্তর জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন