ভোক্তা অধিকার অধিদপ্তরে অভিযোগ করে জরিমানার ২৫ভাগ পেলেন ৩ ভোক্তা


প্রতিবেদন,এম.মুসলিম চৌধুরী:
মৌলভীবাজার ভোক্তা অধিকার অধিদপ্তর কার্যালয়ে অভিযোগ করে জরিমানার ২৫ভাগ পেলেন ৩ ভোক্তা।
মঙ্গলবার (২৫ অক্টোবর) ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ে অভিযোগকারী ও অভিযুক্তের উপস্থিতিতে অভিযোগের শুনানী অনুষ্টিত হয়।
শুনানীতে ভোক্তাদের অভিযোগের সত্যতা পাওয়ায় অভিযুক্ত তিনটি প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা আইন অনুযায়ী জরিমানার ২৫% টাকা তিনজন অভিযোগকারীকে প্রদান করেন ভোক্তা সহকারী পরিচালক মো: আল-আমিন।
সহকারী পরিচালক মো: আল-আমিন জানান, সাইফুল খান নামের একজন ভোক্তা জেলা সদররের চৌমুহনীতে অবস্থিত ফারহাত সুজ এর বিরুদ্ধে নিম্নমানের জুতা অতিরিক্ত দামে বিক্রয় করার অভিযোগ এনে লিখিত অভিযোগ করেন। তার করা অভিযোগের সত্যতা পেয়ে প্রতিষ্ঠানের মালিক মো: হুমায়ূনকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। আইন অনুযায়ী অভিযোগকারী সাইফুল খানকে জরিমানার ২৫ভাগ প্রদান করা হয়। প্রতিশ্রæতি অনুযায়ী সেবা প্রদান না করায় মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার আল আমিন মার্কেটে অবস্থিত সুরমা ডায়াগনস্টিক সেন্টার এর বিরুদ্ধে মো: শাহরিয়ার জামান লিখিত অভিযোগ দায়ের করেন। তার করা অভিযোগের সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানের ম্যানেজার এম এ মালিককে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার ২৫ভাগ অর্থ আইন অনুযায়ী অভিযোগকারী মো: শাহরিয়ার জামানকে প্রদান করা হয়। এছাড়াও কমলগঞ্জ উপজেলার শমসেরনগর বাজারে অবস্থিত এম হাসান এন্টারপ্রাইজ এর বিরুদ্ধে ময়নুল ইসলাম সরকার নির্ধারিত মূল্য থেকে অতিরিক্ত দামে সার বিক্রয় করার অভিযোগ আনায় অভিযুক্ত প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং আইন অনুযায়ী অভিযোগকারী ময়নুল ইসলামকে ২ হাজার ৫ শত টাকা প্রদান করা হয়।

 

শেয়ার করুন