প্রতিবেদন,এম.মুসলিম চৌধুরী:
মৌলভীবাজারে চিনির মূল্য স্থিতিশীল রাখতে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলার বিভিন্ন উপজেলায় চিনির বাজার নিয়ন্ত্রণে বাজার তদারকি ও অভিযান পরিচালনা করছে।
মঙ্গলবার (২৫ অক্টোবর) মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় চিনির বিভিন্ন পাইকারী দোকানে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ জেলা কার্যালয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে কমলগঞ্জ থানার পুলিশ ফোর্সের সহযোগিতায় তদারকি অভিযানে অতিরিক্ত দামে চিনি বিক্রয় করা, পাকা ক্রয় ভাউচার সংগ্রহ না করা, পাকা ভাউচার খুচরা ব্যবসায়ীদের না দেওয়াসহ বিভিন্ন অনিয়মের দায়ে ভানুগাছ বাজারে অবস্থিত মেসার্স পূজা এন্টারপ্রাইজকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। চিনির রাজার নিয়ন্ত্রণে রাখতে ভোক্তার অভিযান চলমান থাকবে বলে জানান, জেলা কার্যালয়ের সহকারী পরিচালক।
কমলগঞ্জে অতিরিক্ত দামে চিনি বিক্রি করায় জরিমানা
শেয়ার করুন