শ্রীমঙ্গলে আনসার ভিডিপির উদ্যোগে বৃক্ষরোপন


প্রতিবেদন,এম.মুসলিম চৌধুরী:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নির্দেশনায় বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি অনুযায়ী সারাদেশের ন্যায় শ্রীমঙ্গলে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দুর্যোগ মোকাবেলার লক্ষ্যে বৃক্ষরোপন কর্মসূচি পালন করেছে।
বুুধবার (২৬ অক্টোবর) দুপুরে ফলজ ওবনজ ও ঔষধী গাছের চারা রোপন করা হয়েছে। আনসার ভিডিপি কর্মকর্তা শরীফ উদ্দিনের নেতৃত্বে উপজেলা আনসার ভিডিপি কার্যালয়ে বিভিন্ন প্রজাতির বৃক্ষ চারা রোপন করেন আনসার সদস্যরা।
এসময় আনসার উপজেলা প্রশিক্ষক রঞ্জিত বিশ্বাস ও দল নেতা আহছানউল্লাহ সুমন সহ শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন ইউনিয়নে দলনেতা দলনেত্রী ও কমান্ডার গন উপস্থিত ছিলেন।। জানা যায়,২০২২-২০২৩ অর্থ বছরে এই বাহিনী সারা দেশে ৫০ হাজার বৃক্ষ রোপনের পরিকল্পনা গ্রহন করে। আগামী ৩১ তরিখের মধ্যে এই কর্মসূচী বাস্তবায়ন করা হবে।

শেয়ার করুন