প্রতিবেদন,এম.মুসলিম চৌধুরী:
মৌলভীবাজার জেলার রাজনগর থানা পুলিশের অভিযানে ৪ জন জুয়াড়ী ও ইয়াবাসহ একজন মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে।
মঙ্গলবার (২৫ অক্টোবর) রাতে রাজনগর থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় এর সার্বিক দিক নির্দেশনায় এসআই মোহাম্মদ আজিজুল গাফফার, এএসআই চিত্তরঞ্জন বিশ্বাস অভিযান অভিযান চালিয়ে রাজনগর উপজেলার টেংরা ইউণিয়নের টেংরাবাজার এলাকা থেকে জুয়া খেলারত অবস্থায় প্রশান্ত দেব এর বাড়ি থেকে ৬জন জুয়াড়ীকে গ্রেপ্তার করেন। এসময় জুয়াড়ী প্রশান্ত দেব (সাগর) রাহেল মিয়া, লকুছ মিয়া, মসুদ মিয়াকে গ্রেপ্তার করা হয়। আটকৃত জুয়াড়ীদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম ও ৫ হাজার ৮৭০টাকা উদ্ধার করে পুলিশ। এছাড়াও আটককৃত জুয়া খেলার মুল হুতা প্রশান্ত দেব এর কাছ থেকে ৪৬পিছ ইয়াবা উদ্ধার করে পুলিশ। রাজনগর থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায় জানান, গ্রেপ্তারকৃত জুয়াড়ীরা দীর্ঘদিন যাবৎ জুয়ার আসর বসিয়ে জুয়া খেলে আসতেছে। আটকৃত জুয়াড়ীদের বিরুদ্ধে রাজনগর থানায় নিয়মিত মামলা দায়ের করে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
মৌলভীবাজারের রাজনগরে জোয়াড়ী ও মাদক কারবারি গ্রেপ্তার
শেয়ার করুন