প্রতিবেদন,এম.মুসলিম চৌধুরী:
মৌলভীবাজারে ফার্মেসীতে ফিজিশিয়ান সেম্পুল বিক্রিসহ বিভিন্ন অভিযোগ এনে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ করে ৩জন ভোক্তা পেয়েছেন জরিমানার ২৫ভাগ অর্থ।
বুধবার (২৬ অক্টোবর) ভোক্তা অধিকার সংরক্ষণ মৌলভীবাজার জেলা কার্যালয়ে প্রতিষ্টানগুলোর বিরুদ্ধে ভোক্তাদের আনিত অভিযোগের শুনানী অনুষ্টিত হয়। ভোক্তা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন অভিযুক্ত প্রতিষ্টানের মালিক ও অভিযোগ প্রদানকারীদের উপস্থিতিতে অভিযোগের উপর শুনানী করেন। প্রতিষ্টান গুলোর উপর আনিত অভিযোগের সত্যতা নিশ্চিত হয়ে ৩ প্রতিষ্টানকে ৮ হাজার টাকা জরিমানা করা হরা হয়। ভোক্তা আইন অনুযায়ী জরিমানার ২৫% টাকা তিনজন অভিযোগকারীকে প্রদান করা হয়। ভোক্তা সহকারী পরিচালক মো: আল-আমিন জানান, রোজিনা আক্তার নামের এক নারী মৌলভীবাজার জেলার সদর উপজেলার শ্রীমঙ্গল রোডে অবস্থিত মেসার্স খান ফার্মেসী এন্ড সার্জিক্যাল এর বিরুদ্ধে ফিজিশিয়ান সেম্পল বিক্রয় করার অভিযোগ এনে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ প্রমানিত হওয়ায় প্রতিষ্ঠানের মালিক রোমেল খান কে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রয় করায় সদর উপজেলার কাশিনাথ রোডে অবস্থিত শুভ ষ্টোর এর বিরুদ্ধে রকম্যান ধর লিখিত অভিযোগ দায়ের করেন। প্রতিষ্ঠানের মালিক কানাই চন্দ্র পালকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া সদর উপজেলার তাঁত ও বস্ত্র মেলায় অবস্থিত ঢাকা স্টার কাবাব এন্ড দই ফুসকা হাউজ এর বিরুদ্ধে মো: শাকিল আহমেদ দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করার অভিযোগ আনায় অভিযুক্ত প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
মৌলভীবাজারে ফর্মেসীতে ফিজিশিয়ান সেম্পুল বিক্রয় করাসহ বিভিন্ন অভিযোগে জরিমানা
শেয়ার করুন