নানান অনুষ্টানের মধ্য দিয়ে মৌলভীবাজারে শিক্ষক দিবস পালিত


প্রতিবেদন,এম.মুসলিম চৌধুরী:
মৌলভীবাজার জেলায় শিক্ষকদের সম্মাননা সহ বিভিন্ন অনুষ্টানের মধ্য দিয়ে পালিত হয়েছে শিক্ষক দিবস।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দিবস উপলক্ষ্যে মৌলভীবাজার জেলা শিক্ষা প্রশাসন ও জেলা উদযাপন কমিটির আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মৌলভীবাজার শিক্ষা প্রশাসন আয়োজিত উপজেলার প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা, কারিগরি স্কুল এন্ড কলেজ এবং কলেজ শিক্ষকদের সমাবেশে মৌলভীবাজার সাইফুর রহমান অডিটরিয়ামে অনুষ্ঠিত। জেলা উদযাপন কমিটির আহবায়ক মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর দেবাসীস দেবনাতের সভাপতিত্বে এবং জেলা উদযাপন কমিটির সদস্য সচিব জেলা শিক্ষা কর্মকর্তা মো: ফজলুর রহমানের পরিচালনায় শিক্ষক সমাবেশে প্রধান অতিথি মৌলভীবাজার-আসনের সংসদ সদস্য নেছার আহমদ। সমাবেশে প্রধান বক্ততা ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ড.ফজলুল আলী বাপ্পি। সমাবেশে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহর রহমান,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: জাহিদ, আকতার, মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আ,ক,ম ফারুক আহমদ,আলী আমজদ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রদান শিক্ষক মো: ময়নূল হক প্রমুখ।
দিবসটি উপলক্ষে জেলার শ্রীমঙ্গল সরকারি কলেজে পালিত হয়েছে শিক্ষা দিবস।
শিক্ষক দিবস উদযাপন কমিটির আয়োজনে শ্রীমঙ্গল সরকারি কলেজের প্রফেসর দ্বীপচাঁন কানুর সভাপতিত্বে ও ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক সুধেন্দু ভট্টাচার্যের সঞ্চালনায় প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা, কারিগরী ও কলেজ পর্যায়ের শিক্ষকবৃন্দের সমন্বয়ে বর্নাঢ্য শোভাযাত্রা ও শিক্ষকদের উত্তরীয় পরিয়ে সম্মাননা প্রদান করা হয়। এসময় মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য’ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়, শ্রীমঙ্গল সরকারি কলেজের প্রফেসর রফি আহমেদ চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন, মাধ্যমিক শিক্ষা অফিসার দিলীপ বর্ধন প্রমুখ।

শেয়ার করুন