শ্রীমঙ্গলে শীতবস্ত্র বিতরণ ও গুনীজন সম্মানন

 

 

 

প্রতিবেদন,এম.মুসলিম চৌধুরী:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ও গুনীজনকে সম্মাননা অনুষ্টান অনুষ্টিত হয়েছে।
শনিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৬টায় শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নের টিকরিয়া চৌমুহনীতে আদর্শ টিকরিয়া এলাকাবাসীর আয়োজনে আব্দুল জব্বার আজিজুন নেসা (আজআন) ফাউন্ডেশনের সৌজন্য হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ও গুনীজনকে সম্মাননা অনুষ্টান অনুষ্টিত হয়েছে। অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়। ইউপি সদস্য মশাহিদ মিয়ার সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন আশিদ্রোন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রনেন্দ্র প্রসাদ বর্ধন জহর, মসৎজীবী লীগের সভাপতি আশিকুর রহমান, হৃদয়ে শ্রীমঙ্গল সংগঠনের প্রতাব গোয়ালা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্টানে আব্দুল জব্বার আজিজুন নেসা (আজআন) ফাউন্ডেশনের চেয়ারম্যান মো: আজিজুল হক কয়েসকে স্থানীয় মানুষের কল্যানে ও সামাজিকভাবে ভূমিকা রাখায় সম্মাননা প্রদান করা হয়।

শেয়ার করুন