শ্রীমঙ্গলে স্বপ্ন সুপার সপ ও ডিপার্টমেন্ট স্টোরে দঃসাহসিক চুরি


প্রতিবেদন,এম.মুসলিম চৌধুরী:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হবিগঞ্জ সড়কে অবস্থিত স্বপ্ন ডিপার্টমেন্ট স্টোরে দুর্ধর্ষ চুরি সংগটিত হয়েছে। চোরের দল নগদ টাকাসহ মুল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।
শনিবার রাতের কোনো এক সময় শ্রীমঙ্গল শহরের হবিগঞ্জ রোডের কদর আলী টাওয়ারে অবস্থিত স্বপ্ন সুপার শপ এন্ড ডিপার্টমেন্ট স্টোরে দুঃসাহসিক চুরি সংগটিত হয়। চোরের দল দেওয়াল ভেঙ্গে ভেতরে প্রবেশ করে সবগুলো সিসি ক্যামেরার ডিভাইস, অফিস রুমে থাকা ক্যাশ ভল্ট ও কাপড়ের ক্যাশে রক্ষিত ৩ দিনের বিক্রির প্রায় ৬/৭ লক্ষ টাকা লুটে নেয় চোরের দল। এছাড়াও বিভিন্ন দামী ১০/১২ লক্ষ টাকার মালামাল লুটে নেয়। সকালে স্টোরের স্টাফরা তালা খুলে চুরির ঘটনা দেখে শ্রীমঙ্গল থানাকে অবহিত করেন। পরে শ্রীমঙ্গল থানা প্রশাসন পরিদর্শন করেছেন। শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক কামাল হোসেন সহ সমিতির নেতৃবৃন্দরা ক্ষতিগ্রস্থ ব্যবসা প্রতিষ্টানটি পরিদর্শন করেন। স্বপ্ন ডিপার্টমেন্ট স্টোরের পরিচালক ফারুক মিয়া জানান, চোরেরা নগদ টাকাসহ দামী মালামাল নিয়ে গেছে। নগদ টাকাসহ আনুমানিক ১৭/১৮ লক্ষ টাকার মাল লুট হয়। তবে পরে হিসেব করলে জানা যাবে কত টাকার মাল চুরি হয়েছে। আজ স্বপ্ন ডিপার্টমেন্টাল স্টোরটি বন্ধ থাকবে। নৈশপ্রহরী জানান, রাতে তিনি চা খাওয়ার জন্য চৌমহনীতে গিয়েছিলেন। তখন হয়তো এঘটনা ঘটে। শ্রীমঙ্গল থানার অফিসার তদন্ত হুমায়ুন কবির চুরি হওয়া ডিপার্টমেন্টাল স্টোরটি পরিদর্শন করে বলেন, চুরির বিষয়টি তদন্ত করে এর সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

শেয়ার করুন