প্রতিবেদন,এম.মুসলিম চৌধুরী:
মৌলভীবাজারে সন্ত্রাসীদের হামলায় দৈনিক যুগান্তর মৌলভীবাজার প্রতিনিধি হোসাইন আহমেদ গুরুতর আহত হয়েছেন।
শনিবার (২৯ অক্টোবর) রাত ৯টায় মৌলভীবাজার শহর পুলিশ ফাঁড়ি ও পোস্ট অফিসের সামনে একটি কার ও তিনটি মোটর সাইকেল যোগে এসে সাংবাদিক হোসাইন আহমেদের উপর হামলা চালায় একদল অজ্ঞাত সন্ত্রাসী। এসময় সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হন হোসাইন আহমেদ। মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হোসাইন আহমদ জানান, তিনি নিজ অফিস থেকে মোটরসাইকেল যোগে পোষাক আনার জন্য পশ্চিমবাজারের দিকে যাচ্ছিলেন। এসময় তিনি শহরের পুলিশ ফাঁড়ি ও পোস্ট অফিসের সামনে আসলে একটি সাইকেল দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দেয়া হয়। পরে একটি প্রাইভেট কার থেকে অস্ত্র বের করে সন্ত্রাসীরা তার উপর হামলা চালায়। এক পর্যায়ে তাকে আহত করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরে তাকে আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে আসেন। আহত হোসাইন আহমদকে দেখতে হাসপাতালে যান মৌলভীবাজার প্রেসক্লাবের সহসভাপতি নুরুল ইসলাম শেফুল, অশোক দাস, প্রেসক্লাবের সম্পাদক পান্না দত্ত, প্রচার ও প্রকাশনা সম্পাদক সালাউদ্দিন ইবনে শিহাব, পূর্বদিক সম্পাদক মোজাহিদ আহমদ, দৈনিক নবচেতনা জেলা প্রতিনিধি জাকির হোসেনসহ প্রেসক্লাব নেতৃবৃন্দ। এ ব্যাপারে হোসাইন আহমদ মৌলভীবাজার মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া বলেন, আমি ঘটনাটি শুনেছি। বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মৌলভীবাজারে দূবৃত্তদের হামলায় সাংবাদিক হোসাইন আহমেদ আহত
শেয়ার করুন