শ্রীমঙ্গলে দুধরাজ সাপ উদ্ধার


প্রতিবেদন,এম.মুসলিম চৌধুরী:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লোকালয় থেকে একটি দুধরাজ সাপ উদ্ধার করেছে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
সোমবার (৩১ অক্টোবর) বিকেলে শহরের পূর্বাশা আবাসিক এলাকায় একটি বাসা থেকে দুধরাজ সাপটি উদ্ধার করে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচলক স্বপন দেব সজল সাপটিকে উদ্ধার করেন। সাপটি প্রায় ৫ ফুট লম্বা। সজল দেব জানান, পূর্বাশার এলাকার রবিন পাল চম্পু নামের এক ব্যক্তির বাসায় দুধরাজ সাপ দেখতে পেয়ে উৎসুক কয়েকজন মিলে সাপটিকে মারতে চায়। পরে এক নারীর মাধ্যমে খবর পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন। উদ্ধার করা সাপটি সাপটির নাম দুধরাজ। এই সাপের ইংরেজী নাম-, বৈজ্ঞানিক নাম-Coeloganathus Boie, সুন্দর এই দুধরাজ একটি নির্বিষ সাপ। নামে দুধরাজ হলেও সে যেমন দুধ দেয় না, তেমনি দুধ খায়ওনা। উদ্ধারকরা সাপটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন