সুসজ্জিত গাড়িতে চড়ে অবসরে গেলেন পুলিশ কন্সটেবল সুবোধ রঞ্জন

 

 


প্রতিবেদন,এম.মুসলিম চৌৗধুরী:

চাকরি জীবন শেষ করে সুসম্মানের সাথে সুসজ্জিত গাড়ি চড়ে বাড়ি বাড়িতে গেলেন পুলিশ কন্সটেবল সুবোধ রঞ্জন দাশ। তাকে সুসজ্জিত গাড়িতে করে বাড়িতে পাঠান সহকর্মীরা।
মঙ্গলবার (১ নভেম্বর) বিকেলে জেলা পুলিশের আয়োজনে অবসরে যাওয়া পুলিশ কন্সটেবল সুবোধ রঞ্জন দাশকে সুসম্মানের সাথে সজ্জিত গাড়িতে ছড়িয়ে বিদায় জানালেন সহকর্মীরা। কন্সটেবল সুবোধ রঞ্জন দাশ চাকুরী জীবন শেষে এই সম্মাননা পেয়ে আবেগাপ্লিত হয়ে পড়েন। এসময় তিনি জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া নির্দেশে বিদায়ী সংবর্ধনা অনুষ্টানে আলোচনায় সভাপতিত্ব করেন কোর্ট পুলিশ পরিদর্শক মো: ইউনুছ মিয়ার সভাপতিত্বে কনস্টেবল সুবোধ রঞ্জন দাশ তার চাকুরী জীবনের স্মৃতিচারণ করেন। সিএসআই মোঃ নবী হোসেন মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে পুলিশ পরিদর্শক (নিঃ) দীপাংকর রায় এবং পুলিশ পরিদর্শক (নিঃ) বিলকিস আরাসহ সকল অফিসার ও সহকর্মীবৃন্দ বক্তব্য রাখেন। অবসরে যাওয়া কনস্টেবল সুবোধ রঞ্জন দাশকে কোর্টের সকল অফিসার ও ফোর্সের পক্ষ থেকে ফুল, ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার দিয়ে সম্মান জানান কোর্ট পুলিশ পরিদর্শক মো: ইউনুছ মিয়া। জেলা পুলিশ সুপারের নির্দেশে ফুল দিয়ে সাজানো ডাবল ক্যাবিন গাড়ী যোগে কনস্টেবল সুবোধ রঞ্জন দাশকে তার নিজ বাসায় পৌছে দেওয়া হয়। একই অনুষ্ঠানে সিএসআই সুবোধ চন্দ্র বমর্নকে ঢাকা রেঞ্জে বদলীজনিত কারণে ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার দিয়ে বিদায় দেয়া হয়।

শেয়ার করুন