কুলাউড়ায় পুলিশের অভিযানে চোরাইকৃত মালামাল উদ্ধার, আটক ৫

প্রতিবেদন,এম.মুসলিম চৌধুরী:
মৌলভীবাজার জেলার কুলাউড়া থানা পুলিশের অভিযানে ডেকোরেটার্সে থেকে চোরাইকৃত মালামাল উদ্ধর হয়েছে। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে ৫জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩ নভেম্ব) কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো: আব্দুছ ছালেক এর দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: আমিনুল ইসলাম. এসআই আনোয়ার হোসেন, এএসআই মো: নাজমুল হোসেনসহ পুলিশের একটি টিম অভিযান চালিয়ে শ্রীমঙ্গল উপজেলা শ্রীমঙ্গলের থেকে শিপন সরকার, মো: ইমরান মিয়া, দরবেশ মিয়াকে গ্রেপ্তার করে। আটককৃত ৩জনের হেফাজত থেকে চোরাইকাজে ব্যবহৃত একটি টাটা পিকআপ ভ্যান উদ্ধার করে পুলিশ। পরে আটকৃত ৩জনের দেওয়া তথ্য থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার দক্ষিণ কুট্টাপাড়া গ্রাম থেকে মো: বায়েছ মিয়া, সোহেল খানকে গ্রেপ্তার করা হয়। সরাইল থেকে আটককৃত মো: বায়েছ মিয়ার হেফাজত থেকে কুলাউড়ার ইসলাম ডেকোরেটার্স এর চোরাইকৃত মালামালগত উদ্ধার করা হয়। কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো: আব্দুছ ছালেক জানান, গত মাসের ৩০ তারিখ দুপুর কুলাউড়া পৌর এলাকার উত্তরবাজার ইসলাম ডেকুরেটার্স থেকে অজ্ঞাত কয়েকজন মিলাদ মাহফিলের নাম করে প্রায় ৪ লক্ষ টাকার ডেকুরেটার্স সামগ্রী ভাড়া নেওয়ার কথা বলে সমুদয় মালামাল নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ডেকোরেটার্স ম্যানেজার মো: লুৎফুর রহমান সুমন বাদী হয়ে কুলাউড়া থানায় একটি চুরি মামলা দায়ের করেন। তার করা মামলার তদন্ত করে শ্রীমঙ্গল থেকে ৩জন ও সরাইল উপজেলা থেকে দুইজনকে আটক ও চোরাইকৃত মালামাল উদ্ধার সক্ষম হয় পুলিশ।

শেয়ার করুন