নিম্নমানের খোলা তেল বোতলজাত করে বিক্রির অভিযোগে ১লক্ষ টাকা জরিমানা


প্রতিবেদন,এম.মুসলিম চৌধুরী:
মৌলভীবাজারের বড়লেখায় নিম্নমানের খোলা তেল সরাসরি বোতলজাত করে মিথ্যা তথ্য দিয়ে লেভেল লাগিয়ে বাজারে বিক্রির অভিযোগে একটি প্রতিষ্টানকে ১লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) বড়লেখা উপজেলা সহকারী কমিশনার (এসিল্যান্ড) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাগাঙ্গীর হোসাইন গোপন সংবাদের ভিত্তিতে বড়লেখায় বারিগ্রাম এলাকায় একটি বেজাল তেল তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে (এম পি সরিষার তেল) প্রীতম ফুড প্রেডাক্ট এর প্রতিনিধি দেবাশীষ দত্তকে ১ লক্ষ টাকার অর্থদদন্ড প্রদান করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন জানান, গুণগতমান নিশ্চিতকরণের ব্যবস্থা ব্যতীত খোলা তেল সরাসরি বোতলজাতকরণ ও মিথ্যা তথ্য সম্বলিত বিজ্ঞাপন ও লেভেল দ্বারা তেল বাজারজাতকরণের অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রীতম ফুড প্রডাক্টের দেবাশীষকে এক লক্ষ টাকা অর্থদন্ড প্রান করা হয়েছে। খাদ্য পণ্যে ভেজাল প্রতিরোধে বড়লেখায় এ ধরনের অভিযান অব্যহত থাকবে।

শেয়ার করুন