প্রতিবেদন,এম.মুসলিম চৌধুরী:
শ্রীমঙ্গলে চলতি ২০২২-২০২৩ অর্থবছরে একক ও মিশ্র ফল বাগান প্রদর্শনী প্লট সৃজন কার্যক্রম শুরু হয়েছে। কৃষি সম্প্রসারন অধিদপ্তরের ‘লেবুজাতীয় ফসলের সম্প্রসারন, ব্যবস্হাপনা ও উৎপাদন বৃদ্ধি প্রকল্পের’ আওতায় এসব বাগান সৃজন করা হচ্ছে। এ উপলক্ষ্যে আজ শ্রীমঙ্গল উপজেলা কৃষি অফিস থেকে কৃষান ও কৃষানিদের মাঝে ফলের চারা, রাসায়নিক সার, প্রদর্শণী প্লটের সাইনবোর্ড ইত্যাদি বিতরন করা হয়েছে। শ্রীমঙ্গল কৃষি অধিদপ্তর সুত্র জানায়, চলতি ২০২২-২০২৩ অর্থবছরে গত বৃহস্পতিবার ৬০ টি একক ও মিশ্র ফল বাগান সৃজনের জন্য চারা, সারসহ বিভিন্ন উপকরন কৃষান ও কৃষানিদের মাঝে বিনামুল্যে বিতরন করা হয়েছে। এসব লেবুজাতীয় ফলের মধ্যে রয়েছে দার্জিলিং কমলা, বারি মাল্টা-১, জারা লেবু, কাগজি লেবু, সাতকরা প্রভৃতি। উপজেলার মির্জাপুর, ভুনবীর, রাজঘাট, সাতগাঁও, কালাপুর, শ্রীমঙ্গল সদর, আশীদ্রোন, কালীঘাট ও সিন্দুরখান ইউনিয়নে এসব ফল বাগান গড়ে তোলা হচ্ছে। পর্যায়ক্রমে উপজেলায় আরো বাগান গড়ে তোলা হবে। আজ দুপুরে শ্রীমঙ্গল কৃষি অফিস প্রাঙ্গনে এসব উপকরন বিতরন অনুষ্ঠানে উপস্হিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটি, উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রকেন্দ্র শর্মা, সহকারি কৃষি সম্প্রসারন কর্মকর্তা অরুন কুমার গোস্বামী ও উপ-সহকারি কৃষি কর্মকর্তা সুমা পাল।