মৌলভীবাজারে জুতার দোকানে আগুন

 

প্রতিবেদন,এম.মুসলিম চৌধুরী:

মৌলভীবাজার সদরের চৌমোহনা পয়েন্ট (কোর্ট রোড) এলাকায় কালাম সু ষ্টোর নামক একটি জুতার দোকানে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। শনিবার (৫ নভেম্বর) সকাল আনুমানিক ৯টার দিকে এই ঘটনাটি ঘটেছে বলে জানাগেছে।

 

ঘটনায় ক্ষয়-ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। তবে দোকানের ভেতরে থাকা অনেক প্যাকেটকৃত জুতা পরে দমকল বাহিনীর সহায়তার বাইরে নিয়ে আসা হয়।

 

সরেজমিনে গিয়ে দেখা যায়- আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিস কর্মীরা। দোকানের মালিক-কর্মচারিরা মিলে জুতা দোকানের ভেতর থেকে বাইরে নিয়ে আসছেন।

বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে ফায়ার সার্ভিসের লোকজান জানান।

 

প্রসঙ্গত, ২০২০ সালে মৌলভীবাজারের সেন্ট্রাল রোডে পিংকি সু ষ্টোর নামের আরেকটি জুতার দোকানে আগুন লেগেছিলো। এই ঘটনায় বিয়ে বাড়িতে নিমন্ত্রণে আসা অতিথিসহ ৫জন নিহত হয়েছিলেন। এ ঘটনায় গোটা শহর শোকে স্তব্ধ হয়ে যায়।

শেয়ার করুন