প্রতিবেদন,এম.মুসলিম চৌধুরী:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৫১তম সমবায় দিবস পালিত হয়েছে।
শনিবার (৫ নভেম্বর) সকালে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে ৫১তম সমবায় দিবস উপলক্ষে অলোচনা সভায় ভ্যার্চুয়ালীভাবে বক্তব্য রাখেন, মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড,আব্দুস শহীদ। এসময় তিনি বলেন, তিনি বলেন সমবায় হচ্ছে দেশকে এগিয়ে নেওয়ার একটি মাধ্যম, কারণ দশে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ। প্রতিটি গ্রামে একটা করে সমবায় সমিতির গড়ে তোলার উপর তিনি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। তিনি আরো বলেন, মৎস্য জীবী সমবায় সমিতি,নারি উদ্যোগোক্তা সমবায় সমিতি,কৃষক সমবায় সমিতি গড়ে তুলে সমিতির নিজেরা নিজেদের মধ্যে ঋণের টাকা নিয়ে স্বাবলম্বী হতে পারেন। মাননীয় প্রধানমন্ত্রী সমবায় দিবসে রাস্ট্রীয় ভাবে বক্তৃতা করেছেন। নারীদের সমবায় সমিতির মাধ্যমে এগিয়ে আসতে তাদের উৎসাহিত করতে হবে। উপজেলা সহকারী কমিশনার (এসিল্যান্ড) সন্ধীপ তালুকদার এর সভাপতিত্বে ও সমবায় অফিসার আমীরুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, শ্রীমঙ্গল থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দিলীপ কুমার বর্ধন, শিক্ষক জহর তরফদার প্রমূখ।
শ্রীমঙ্গলে সমবায় দিবস পালিত
শেয়ার করুন