তিন ইউনিয়ন পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা

প্রতিবেদন,মোঃফাহিম মোল্লা চরফ্যাসন ভোলা

আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ভোলার চরফ্যাসন উপজেলার নীলকমল, জিন্নাগড় ও আমিনাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচন।গতকাল সোমবার (৭ নভেম্বর) নির্বাচন কমিশন তিন ইউনিয়ন পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা করেন। চরফ্যাসন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন । তফসিল ঘোষণা হওয়ায় স্থানীয় জনসাধারণ, নির্বাচনে অংশগ্রহণ করতে ইচ্ছুক মেম্বার, সংরক্ষিত আসনের মহিলা মেম্বার, চেয়ারম্যান ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম জানান, আগামী ২৯ ডিসেম্বর ইভিএম এর মাধ্যমে চরফ্যাসনে তিনটি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।  তিনি আরও জানান, ১ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ। ৩ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই। ১০ প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ও ২৯ ডিসেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন