শ্রীমঙ্গলে সিন্দুরখান বাজারের পশে খাস জমিতে ঘর তৈরি করে দখলের পায়তারা

প্রতিবেদন,জালালাবাদবার্তা ডটকম ডেস্ক
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে খাস জমি দখল নিয়ে বিরোধ দেখা দিয়েছে। উপজেলার সিন্দুরখান বাজার সংলগ্ন এলজিআরডি সড়কের পাশে খাস জমি দখল করে টিনের ঘর নির্মাণ করেন স্হানীয় শাহিন মিয়া গং। মঙ্গলবার দুপুরে সরেজমিনে দেখা যায়,সিন্দুরখান টি গার্ডেন মৌজার জেএল নং ৯৬ খতিয়ান ০১,হাল দাগ ২০২৮ পয়েন্ট ৫০ পরিমাণ জমির উপর টিনের ঘর নির্মাণ করেন শাহিন মিয়া। স্হানীয়রা জানান,সিন্দুরখান ইউনিয়নের উদ্যোগে এখানে যাত্রী চাউনি নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছিল। কিন্তু গত রাতে এখানে টিনের ঘর নির্মাণ করা হয়েছে। এসময় স্হানীয় মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী ঘর নির্মাণ বন্ধে প্রতিবাদ করতে এলে ইসলাম পুর গ্রামের মৃত বাচ্চু মিয়ার স্ত্রী খোশেদা বেগম (৫৫) ও শাহিন মিয়ার বোন লাভলী আক্তার (৪০) এর সাথে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন। এসময় মুক্তিযোদ্ধা খোশেদা বেগমকে সাটআপ ইউ বললে খোশেদা বেগম আই লাভ ইউ বলে মুক্তিযোদ্ধার উপর তেড়ে যান। পরে স্হানীয়রা তাদের নিবৃত্ত করেন।
এ বিষয়ে শাহিন মিয়া জানান,স্হানীয় সুনিল ও সমিরন তাতী বিগত ৫১ বছর থেকে এই জায়গা ভোগ করে আসছিল। তাদের নিকট তিনি বিগত ১১ বছর পূর্বে ১ লাখ ৬০ হাজার টাকা দিয়ে এই জমির দখল স্বত্ব কিনে ইটের ব্যবসা করে আসছেন।
স্হানীয় ভূমি অফিসে তিনি স্হায়ী বন্দোবস্ত পাওয়ার জন্য আবেদন করেছেন বলে জানান। তিনি আরও জানান,আমার অসহায় ফুফু খোশেদা বেগমকে এখানে বসবাস করার জন্য ঘর নির্মাণ করেছি। যারা এখানে প্রতিবাদ করছেন তারা পরোক্ষভাবে আমাদের নিকট টাকা পয়সা দাবী করছেন এবং বাজারে খাস জায়গা কেনাবেচার সাথে জড়িত বলে জানান। এ ব্যাপারে সিন্দুরখান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াছিন আরাফাত রবিন জানান,বিগত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সিদ্ধান্ত মোতাবেক তিনি সরকারি প্রকল্পের মাধ্যমে ওই জায়গাতে একটি যাত্রী চাউনি বাস্তবায়নের উদ্যোগ নেন। কিন্তু গত রাতে এখানে টিনের ঘর নির্মাণ করা হয়। তিনি প্রশাসনের নিকট দাবী জানান এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্হা নিতে। এ ব্যাপারে শ্রীমঙ্গল সহকারী কমিশনার ( ভূমি) সন্ধীপ তালুকদার বলেন,বিষয়টি আমি শুনেছি,তহশিলদারকে প্রয়োজনীয় কাগজ পত্র যাচাই বাচাই করে জানাতে বলেছি।

শেয়ার করুন