প্রতিবেদন,এম.মুসলিম চৌধুরী:
মৌলভীবাজারের কুলাউড়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩টি প্রতিষ্টানকে ১৬ হাজার টাকার জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার, কুলাউড়া রোড, মৌলভীবাজার রোড, রবিরবাজার রোডসহ বিভিন্ন জায়গায় বাজারে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় নিষিদ্ধ ঘোষিত প্রসাধনী বিক্রয় করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য সংরক্ষণ ও তৈরি করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে ব্রাহ্মণবাজারে অবস্থিত বিসমিল্লাহ ষ্টোরকে ৪ হাজার টাকা, কুলাউড়া রোডে অবস্থিত দূর্জয় ষ্টোরকে ৪ হাজার টাকা, রবিরবাজার রোডে অবস্থিত ডায়মন্ড বেকারীকে ৮ হাজার টাকা সহ মোট ১৬ হাজার টাকার জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজারের সহকারী পরিচালক মো: আল-আমিন। অভিযানে র্যাব-৯ এর একটি টিম সহায়তা করে।