প্রতিবেদন,আহমেদ ইয়াসিন সুমন
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চতুর্থ ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে মেধা মূল্যায়ন পরীক্ষা ২০২২।
শুক্রবার ১১ নভেম্বর সকালে শ্রীমঙ্গল শহরের মুসলিমবাগ মডেল টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সার্বিক সহযোগিতায় “আমরা করব জয় কর্তৃক আয়োজিত মেধা মূল্যায়ন পরিক্ষা প্রতিবছরের মতো অনুষ্ঠিত হয়।
পরিক্ষায় বাংলা, ইংরেজি, গনিত ও সাধারন জ্ঞান বিষয়ে ৩০ নম্বরের পরীক্ষা নেয়া হয়েছে। মেধা মূল্যায়ন পরীক্ষায় উপজেলার ১৪টি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ ও ৫ম শ্রেণীর শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে।
মডেল টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা মাহবুব আলম স্বপন জানায়, আমরা প্রতি বছরের ন্যায় সাধারণ জ্ঞানের উপর শিক্ষার্থীদের মেধা মূল্যায়ন পরীক্ষা নিয়েছি। আগামীকাল ১৪ ডিসেম্বর পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে এবং মেধাবীদের পুরস্কার প্রদান করবো।
শ্রীমঙ্গলে “আমরা করব জয়” মেধা মূল্যায়ন পরীক্ষা-২০২২ অনুষ্ঠিত
শেয়ার করুন