প্রতিবেদন,এম.মুসলিম চৌধুরী:
মৌলভীবাজারের কুলাউড়ায় ভারতীয় মদসহ এক ব্যক্তিকে আটক করেছে কুলাউড়া থানা পুলিশ।
রোববার (১৩ নভেম্বর) কুলাউড়া থানার এসআই সুজন তালুকদারের নেতৃত্বে অভিযান চালিয়ে শরীফপুর ইউনিয়নের ঘাটের বাজারে অভিযান চালিয়ে ভারতীয় ৭ বোতল ভারতীয় মদসহ আব্দুল মালিক (৩৬),কে গ্রেপ্তার করেন। আব্দুল মালিক শরীফপুর ইউনিয়নের সঞ্জবপুর গ্রামের মৃত এরশাদ মিয়ার ছেলে। কুলাউড়া থানা অফিসার ইনচার্জ মো: আব্দুছ ছালেক জানান, ভারতীয় মদসহ গ্রেপ্তারকৃত আব্দুল খালিকের বিরুদ্ধে কুলাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরর পর মৌলভীবাজার বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
মৌলভীবাজারের কুলাউড়ায় ভারতীয় মদসহ আটক ১
শেয়ার করুন