মৌলভীবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন


প্রতিবেদন,এম.মুসলিম চৌধুরী:
“দূর্ঘটনা-দুর্যোগ হ্রাস করি,বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি” এ প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর আয়োজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২২ এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৫ নভেম্বর) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ এর উদ্বোধন করা হয়েছে।
জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। পরে অতিথিরা প্যারেড পরিদর্শন করেন। তার পরপরই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। আঁখি পালিতের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো: জাকারিয়া। স্বাগত বক্তব্য রাখেন মৌলভীবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ওয়্যারহাউজ ইন্সপেক্টর (ভারপ্রাপ্ত) উপ-সহকারী পরিচালক মহসিন প্রধান। এসময় উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্বেচ্ছাসেবক, রেড ক্রিসেন্ট, সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে ফায়ার স্টেশনে অগ্নি নির্বাপণ,সরঞ্জামাদি প্রদর্শন ও উদ্ধার মহড়া এবং সচেতনতামূলক র‌্যালীর আয়োজন করা হয়।
১৭ নভেম্বর পর্যন্ত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালিত হবে।

 

শেয়ার করুন